শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

গাজীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার রতনপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সংগঠনের গাজীপুর জেলার আমীর ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি প্রত্যেককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সহায়তা প্রদান পূর্বক আলোচনা সভায় মৌচাক ইউনিয়ন জামাতের শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হুসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ড.জাহাঙ্গীর আলম। এছাড়াও জেলা জামায়াতের শুরা সদস্য শফিউদ্দীন সরকার, কালিয়াকৈর পৌর জামাতের আমীর ইয়াসিন আলী মৃধা, সেক্রেটারি ইমতিয়াজ আলম, শুরা সদস্য আরাফাত রানা ও আশরাফুল ইসলাম-সহ রতনপুরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে মহান আল্লাহর কাছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য দোয়া করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img