শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই ও জাজিরা উপজেলায় একজন প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৫ মার্চ) দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাত। তখন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে এবং ভেদরগঞ্জ উপজেলার মহিষার ও ছয়গাও ইউনিয়নে তিন জন প্রাণ হারান।
জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে প্রাণ হারান তিনি। অন্যদিকে বৃষ্টি শুরু হলে নাজিমপুরে মাছের প্রজেক্টে খাদ্য দিতে যান সৌদি প্রবাসী নাদিম মুন্সি। এ সময় তিনিও ববজ্রপাতে প্রাণ হারান।