বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আবারও বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক মাস যেতে না যেতেই আবারো বান্দরবানের তিন উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান জেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১০ ফেব্রুয়ারি ২০২৩ সালে জারিকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তিনটি উপজেলা ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের দুর্গম পাহাড়ের কয়েকটি উপজেলায় সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনো পর্যটক কোথাও গিয়ে বিপদের মুখোমুখি না হন। তবে পরিস্থিতি একটু ভালো হলে নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img