বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

প্রবাসী কর্মীদের জন্য সৌদিসহ ৫ দেশে বিশেষ ফ্লাইট অনুমোদন

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর এই পাঁচটি দেশে শনিবার (১৭ এপ্রিল) থেকে বিশেষ ফ্লাইট চালু হবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বেবিচকের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চুয়াল এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি দেশে সপ্তাহে ১০০টি বিশেষ ফ্লাইট চালু হবে। প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর আগে লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওই পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ