শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় না নেতানিয়াহু

আলাদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইহুদিবাদী সন্ত্রাসীদে অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু। তার দাবি, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সন্ত্রাসের জন্য এটি বিশাল পুরস্কার হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে ফোন আলাপে এ দাবি করেন তিনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এই ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সন্ত্রাসের জন্য বিশাল পুরস্কার হবে। এ সময় তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে হামাসের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনি অথরিটিসহ (পিএ) কোনো ফিলিস্তিনি কর্মকর্তা এটির নিন্দা জানাননি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ইসরাইলি শহরগুলো থেকে কয়েক মিনিট দূরত্বে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এটি হবে ইরানি ও তাদের মিত্রদের একটি শক্তিশালী স্থান। যেটির বিরোধীতা করেন বেশিরভাগ ইসরাইলি। তিনি ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিনের বিরোধীতা তার দীর্ঘকালীন নীতি।

গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এরপরই নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বললেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img