রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

তুরস্কের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এসব অস্ত্রের মূল্য প্রায় ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার।

বুধবার (১৪ মে) পেন্টাগনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এই সম্ভাব্য বিক্রয়ের আওতায় রয়েছে এআইএম-নাইন এক্স সাইডওয়াইন্ডার ব্লক টু ক্ষেপণাস্ত্র এবং এআইএম ১২০সি-৮ উন্নত মাঝারি পাল্লার মিসাইল। যা মূলত আধুনিক যুদ্ধবিমানে ব্যবহৃত হয় এবং এগুলো উচ্চ-নির্ভুলতা ও কার্যকারিতার জন্য পরিচিত।

বিক্রয়ের প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা কোম্পানি আরটিএক্স কর্পোরেশন, যা পূর্বে রেথিয়ন টেকনোলজিস নামে পরিচিত ছিল।

পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এই সম্ভাব্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন পাঠিয়েছে। কংগ্রেস এই প্রস্তাবিত বিক্রয় নিয়ে আপত্তি না জানালে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, এই অস্ত্রচুক্তি ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে, যদিও দুই দেশের মধ্যে অতীতে বিভিন্ন বিষয়ে টানাপড়েন দেখা গেছে।

উল্লেখ্য, এ ধরনের প্রতিরক্ষা বিক্রয় অনুমোদন সরাসরি কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলে। এতে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তুরস্কের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ