রবিবার | ২১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে সম্পর্ক ছিন্ন করল স্পেন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই সাথে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দেন তিনি।

বুধবার (১৪ মে) পার্লামেন্ট অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ানের এক সমালোচনার প্রতিক্রিয়ায় সানচেজ বলেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, জনাব রাফিয়ান— একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। তাদের সঙ্গে কোনো বাণিজ্য হবে না।

জানা গেছে, ইসরাইলের সঙ্গে কিছুদিন আগে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে স্পেন। তবে গতকাল বুধবার এই তথ্য প্রথম জনসমক্ষে আনেন পেদ্রো সানচেজ। তার এই মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরাইলে কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img