বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

আরাফায় এসে পৌঁছেছেন এবারের হজ্বের খতিব শায়েখ মাহের আল মু’আইকিলী

আরাফায় এসে পৌঁছেছেন এবারের হজ্বের খতিব শায়েখ ড. মাহের বিন হামাদ আল মু’আইকিলী।

মে মাসের শেষদিকে এক শাহী ফরমানে হারাম শরীফের এই ইমাম ও খতিবকে এবারের হজ্বের খতিব হিসেবে নিয়োগ দেয় পবিত্র মক্কা-মদিনার অভিভাবক খ্যাত রাষ্ট্র সৌদি।

ড. মাহের আল মু’আইকিলী আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরাহ থেকে আজ হাজ্বিদের উদ্দেশ্যে পবিত্র হজ্বের খুতবা দিবেন। খুতবাটি বাংলা, ইংরেজি, উর্দু সহ মোট ২০টি ভাষায় সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।

উল্লেখ্য, আয়তনে মসজিদে নামিরাহ হারাম শরীফের পর ২য় বৃহত্তম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্বের খুতবা প্রদানের স্থানে এই মসজিদটি নির্মাণ করা হয়।

সূত্র: ইনসাইড হারামাইন

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img