রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

ট্রাম্পের উপর হামলার নিন্দা জানালো এরদোগান

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সেই সঙ্গে তার দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

রবিবার এক পোস্টে এরদোগান বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর উপর হত্যাচেষ্টার বিরুদ্ধে আমি জোরালোভাবে নিন্দা জানাই।”

এছাড়াও ট্রাম্পের দ্রুত সুস্থ হওয়া ও তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি এরদোগান আশা করছেন, এই হামলার তদন্ত বেশ জোরালোভাবেই করা হবে, যাতে মার্কিন নির্বাচন এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর কোন ছায়া না পড়ে।

উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন ট্রাম্প, তবে তা গুরুতর কিছু নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img