বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে তাদের সব ধরনের অস্ত্র জামা দিতে হবে। একই সঙ্গে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত।

রোববার (১৪ জুলাই) জর্ডানের রাজধানী আম্মানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যুদ্ধের পর একমাত্র বাস্তবসম্মত সমাধান হল গাজ্জা থেকে ইসরাইল নিজেদের সেনা পুরোপুরি প্রত্যাহার করবে।

তিনি মনে করেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজ্জা অঞ্চলের দায়িত্ব নেবে, যা আরব দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ও সমর্থন করবে।

প্রসঙ্গত, দুর্নীতি ও ইসরাইলঘেষাঁ হওয়ার কারণে আব্বাসসহ তার প্রশাসনের কর্মকর্তারা সাধারণ ফিলিস্তিনিদের কাছে যথেষ্ট অজনপ্রিয়। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো মনে করে ইসরায়েল থেকে আসা হুমকি এবং চলমান রাজনৈতিক অবক্ষয়কে মাথায় রেখে অস্ত্র বহন অপরিহার্য

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img