ভোলা জেলার কওমী ছাত্রঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছর এই কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ভোলা সদরের প্যাপিলন রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে উপদেষ্টা পরিষদের পরামর্শে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী এবং সেক্রেটারি মাহবুব বিন বেলায়েত।
কমিটি গঠন সম্পর্কে সংগঠনের প্রধান বলেন, “নতুন কমিটির সহযোগিতায় আমাদের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।”
সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি সংগঠনের উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।”