রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

জনগণের ওপর নজরদারির যন্ত্রপাতি ইসরাইল থেকে কিনেছিলেন হাসিনা: প্রেস সচিব

হাসিনার আমলে নাগরিকদের ওপর নজরদারির জন্য আড়িপাতার যন্ত্র কেনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে। এই কমিটি কত টাকায় ও কোথা থেকে এসব যন্ত্র কেনা হয়েছে, কীভাবে এর ব্যবহার করা হয়েছে—সেটিসহ পুরো বিষয়টি খতিয়ে দেখবে।

আড়িপাতার যন্ত্র কেনা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইতিমধ্যে যে রিপোর্ট এসেছে, সেখানে বলা হয়েছে অনেক কিছুই ইসরাইল থেকে কেনা হয়েছে। পুরো বিষয়গুলো কমিটি খতিয়ে দেখবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকের পরে সিদ্ধান্তসমূহ জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আড়িপাতার যন্ত্র কেনার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, পুলিশের জন্য মারণাস্ত্র কেনা নিয়েও তদন্ত হচ্ছে। কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল, এটা নিয়েও রিপোর্ট হয়েছে। কীভাবে এগুলো কেনা হয়, কীভাবে ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আড়িপাতার যন্ত্র কেনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘সারভেইলেন্সের যন্ত্রপাতি বিগত সরকারের সময়—কেউ বলছেন প্রায় ৩০০ মিলিয়ন ডলারে কেনা হয়েছে, কেউ বলছেন প্রায় ২০০ মিলিয়ন ডলারে এগুলো করা হয়েছে। পুরো রিপোর্টে আমরা যা পড়েছি সেখানে পুরোপুরি স্পষ্ট—গত স্বৈরাচারী সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি, স্পাইওয়ার ব্যবহার করেছে। এই অবৈধ নজরদারি করার জন্য আমার-আপনার ন্যূনতম বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানে যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img