রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে মহানগরের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জি ই সি মোড়স্থ সেন্ট্রাল প্লাজায় অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল।

সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আলী উসমান।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফাজলুর রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রশিক্ষণভিত্তিক নিয়মতান্ত্রিক দাওয়াতী কাজে বিশ্বাসী। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে ইসলামী নীতি-আদর্শ ও দেশের সভ্য সংস্কৃতির সমন্বয়ে ইসলাম বিজয়ী সমাজ গঠনই সংগঠনের লক্ষ্য। সংগঠনের আমীর মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম দেশের সব জেলা ও মহানগরে পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।

বক্তারা চট্টগ্রামকে ইসলামী দাওয়াতের মূলকেন্দ্র হিসেবে উল্লেখ করে এখানকার দায়িত্বশীলদের প্রতি বিশেষ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর হামিদী, ফটিকছড়ি-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মহানগর সহ-সভাপতি মাওলানা জায়নুল আবেদিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুফিদুল ইসলাম, মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, বায়তুল মাল সম্পাদক হাফেজ নুরুল আবছার, উত্তর জেলা ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ হারুন প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img