সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

যতক্ষণ ইসরাইল আছে, এ অঞ্চল বিপদের মধ্যে থাকবে: হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যতক্ষণ থাকবে, পুরো অঞ্চলন বিপদের মধ্যে থাকবে বলে মন্তব্য করেছেন হামাসের শীর্ষ নেতা ড. বাসেম নাইম।

ইসরাইলের বৃহৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “যতক্ষণ দখল চলবে, এই অঞ্চল বিপদের মধ্যে থাকবে।”

বাসেম নাঈম বলেছেন, “দখল সমাপ্তি না হলে মানুষ তাদের ন্যায্য অধিকার অর্জন করতে পারবে না।”

কাতারে ইসরাইলের সাপ্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরাইল

তিনি ইস্রায়েলের কাতারে সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। নাঈম বলেন, “ইসরাইল বিভিন্ন দেশের সার্বভৌমত্ব উপেক্ষা করছে। এর সঙ্গে আগে অন্যান্য আরব রাষ্ট্রের বিরুদ্ধে ইস্রায়েলি আগ্রাসনের সতর্কবার্তা মিলেছে।”

দোহায় অনুষ্ঠিত ইসলামিক কোঅপারেশন সংস্থার বৈঠকে নিয়ে তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ গাজ্জায় অবরোধ লাঘব করার সম্ভাবনা রাখে।”

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img