বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি নিশ্চিতে আমেরিকার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমেরিকার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। এছাড়া গাজ্জা সংঘাতের নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সম্পর্কেও সতর্ক করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন- ইসরাইলী হামলার তীব্রতা বৃদ্ধি এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সৃষ্টি হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন প্রত্যাহার হলেই তা দ্রুত যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে পারে।

বাইডেনকে প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আমেরিকার একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ