ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা ফয়সাল ও তার সহযোগী এখনো দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনীম জুমা।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোইজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
জুমা লেখেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি, অপরাধী এখনো দেশেই আছে। এইসব নাটক প্রোপাগাণ্ডা তৈরি করে অপরাধীদের পার করে দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান। জাহান্নামে থাকলে জাহান্নাম থেকে এনে আমাদের সামনে দাঁড় করাইতে হবে।’
এদিকে শোনা যাচ্ছে, হাদিকে গুলি করা মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। সেখান থেকে তারা সেলফি তুলি দেশে পাঠাচ্ছে।
এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে। তবে মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনো অধরা।










