সোমবার | ১৫ ডিসেম্বর | ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অপরাধে দায়ের করা মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আপিল করার সিদ্ধান্তের এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মূলত, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেয়ার মনবসনা জানান তিনি। তার এই উসকানি ও আদেশের পর রংপুরে আবু সাঈদকে গুলি করে পুলিশ।

এই মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। এরপরই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img