শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা যখন দ্বিতীয় ধাপে প্রবেশ করছে, তখনও উপত্যকায় হামলা বন্ধ করেনি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গাজ্জায় নতুন করে আরও ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার সন্ধ্যায় দেইর এল-বালাহ শহরে দুটি বাড়িতে বোমা হামলা চালায়। গাজ্জার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহত ছয়জনের মধ্যে ১৬ বছর বয়সী এক নাবালকও রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে একজন মুহাম্মদ আল-হাওলি, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একজন কমান্ডার ছিলেন।

গাজ্জা সিটি থেকে আল জাজিরার ইব্রাহিম আল-খালিলি নিশ্চিত করেছেন, কাসেম ব্রিগেডের একজন সিনিয়র ব্যক্তি নিহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজ্জা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমে আল-আলম চৌরাস্তার কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া গাজ্জা সিটির দক্ষিণ-পশ্চিমে আল-নাবলুসি জংশনের কাছে একটি পুলিশ পোস্টে ইসরাইলি হামলায় নিহত হন আরো একজন। মধ্য গাজ্জার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় আরো দুইজন নিহত হয়।

হামাস আল-হাওলির বাড়িতে হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ বলে নিন্দা জানিয়ে বলেছে, এটি অক্টোবরের যুদ্ধবিরতির প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবজ্ঞার বহিঃপ্রকাশ। তবে তাদের একজন কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ