ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে উচ্চশিক্ষামন্ত্রীর তিন দিনের সফরে দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া হাশিমির জানিয়েছেন, উচ্চশিক্ষামন্ত্রী নেদা মুহাম্মাদ নাদিম ওমানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দেশটির কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
বৈঠকগুলোতে উভয় পক্ষ দ্বিপক্ষীয় একাডেমিক সহযোগিতা, বৈজ্ঞানিক অভিজ্ঞতা বিনিময় এবং আফগানিস্তান ও ওমানের মধ্যে শিক্ষাগত সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
জিয়া হাশিমি বলেন, “এই একাডেমিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি নিজে তাদের গবেষণাগার, গ্রন্থাগার ও শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক মনে করছেন, এ ধরনের সফর এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় অধ্যাপক জানাত ফাহিম চাকরি বলেন, “মন্ত্রীর বিভিন্ন দেশে সফর থেকে বোঝা যায়, উচ্চশিক্ষার মান উন্নয়নে আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একাডেমিক সম্পৃক্ততা যত বাড়বে, ততই আমরা একটি গতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।”
উল্লেখ্য, এর আগে একাডেমিক ও শিক্ষাগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী তেহরান সফর করেছিলেন।
সূত্র:তোলো নিউজ











