রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া একটি ঐক্যবদ্ধ, স্বাধীন ও শান্তিপূর্ণ আফগানিস্তানের পক্ষে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও গঠনমূলক সম্পৃক্ততা জোরদারে বিশ্বাস করে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মস্কোতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশিয়ায় আফগান দূতাবাসের এক বিবৃতির বরাতে বলা হয়েছে, পুতিন তার বক্তব্যে আফগানিস্তানের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন এবং মাদক দমনে ও নিরাপত্তা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেন।
বৃহস্পতিবার ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক আয়োজনে মস্কোতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসান আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পুতিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর দুই পক্ষ আলাদা একটি বৈঠক করে। সেখানে রাষ্ট্রদূত হাসান পুতিনের বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বার্তা পৌঁছে দেন।
সূত্র : আরটিএ











