কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কাজল হোসেন (৪২) দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নের দৌলতখালী গ্রামে। তিনি স্থানীয় যুবলীগ কর্মী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে কাজলকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একই এলাকার সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ চলছিল। এর জেরে তারা এ হামলা করতে পারে। ওই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।