খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও দলের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আলম আল-মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১০:৪৫ মিনিটে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
মাওলানা নুরুল আলম আল-মামুনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক এ এস এম খুরশিদ আলম ও সেক্রটারী ডা. আবু সিদ্দিক।
গণমাধ্যমে প্রেরিত শোকবাণীতে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের এই নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল আলম আল-মামুন ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনি ও সাংগঠনিক দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অমৃত্যু শরিক থেকেছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।