বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

দক্ষিণ সুদানের ৫০০ দরিদ্র পরিবারে প্যাকেজ খাবার বিতরণ করল তুরস্ক

ইনসাফ | নাহিয়ান হাসান

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দক্ষিণ সুদানের ৫০০ দরিদ্র পরিবারের মাঝে প্যাকেজ আকারে খাদ্য বিতরণ করেছে তুরস্কের দাতব্য সংস্থা আবে হায়াত।

বুধবার (১৪ এপ্রিল) সুদানের রাজধানী জুবায় এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

প্যাকেজ খাবারগুলো দারিদ্রদের মাঝে হস্তান্তরের পর দক্ষিণ সুদানে নিযুক্ত তুর্কী রাষ্ট্রদূত এরদেম মু’তাফ বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং পবিত্র রমজানে সকলের শান্তিতে থাকাকে কামনা করে।

খাদ্য সহায়তাকে দক্ষিণ সুদানের প্রতি তুর্কী জনগণের বন্ধুত্ব ও ভালোবাসার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক সর্বদা দক্ষিণ সুদানের নাগরিকদের সাহায্য করে যাবে।

অপরদিকে দক্ষিণ সুদানের জনগণকে সহায়তা করায় তুর্কি সরকারের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির ইসলামিক কাউন্সিলের প্রধান আবদুল্লাহ বারজ রইয়্যাল।

খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হওয়া দক্ষিণ সুদানের কাটমালা রমজান সুলাইমান নামী এক নাগরিক তুরস্কের রজব তাইয়েব এরদোগানের সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ববহ। কেননা এই সহায়তা আমাদের কাছে এমন সময়ে পৌঁছেছে যখন করোনার ধ্বংসাত্মক প্রভাবের কারণে দেশে সবকিছু প্রচুর ব্যয়বহুল হয়ে উঠেছে।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ