শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে পুলিশ হেফাজতে সাবেক মুসলিম সাংসদ ও তার ভাইকে হত্যা

ভারতে পুলিশ হেফাজতে মুসলিম সাংসদ ও তার ভাইকে হত্যা করলো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

শনিবার (১৫ এপ্রিল) উত্তর প্রদেশ বিধানসভার সাজাপ্রাপ্ত বিধায়ক আতিক আহমদ ও তার ভাই আশরাফকে মেডিকেল চেকআপ শেষে নিয়ে যাওয়ার পথে মিডিয়ার সামনেই গুলি করে হত্যা করা হয়।

জানা যায়, একটি হত্যা মামলার আসামী ছিলেন বিধায়ক (এমএলএ) আতিক, তার দলের কয়েকজন সদস্য ও তার ভাই আশরাফ। তার ভাই আশরাফ বেকসুর খালাস পেলেও বাকিদের সাজা স্বরূপ আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলো দেশটির আদালত।

মামলার রায় শুনানোর পর পুলিশী হেফাজতে তাদের মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিলো। চেকআপ শেষে ফেরার সময় মিডিয়া কর্মীদের সাথে কথা বলার সময় প্রথমে বিধায়ক আতিককে এক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গুলির পেছনের অংশ মাথায় আঘাত করে বসে। এরপর তাদের দু’জনকেই লক্ষ্য করে কয়েক দফা গুলি ছুড়তে থাকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ঘটনাস্থলেই মারা যান তারা।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দলের নেতা ও ভারতীয় সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, হাতকড়া লাগানো অবস্থায় প্রকাশ্যে দু’জন ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড উত্তর প্রদেশে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যর্থতার বড় প্রমাণ। প্রকাশ্যে হিন্দুত্ববাদীদের এমন সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ