বুধবার | ২ জুলাই | ২০২৫

বায়ুদূষণে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা

spot_imgspot_img

সারাবিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শুক্রবার (১৬ মে) বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী, ১৯০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দিল্লি, ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় সেনেগালের ডাকার এবং ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ স্থান দখল করেছে চিলির সান্তিয়াগো।

আইকিউএয়ার হিসাব অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img