শনিবার, মে ১০, ২০২৫

আগামী সপ্তাহে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে হামাস ও ফাতাহ

spot_imgspot_img

চীনের মধ্যস্থতায় আগামী ২০ ও ২১ জুলাই বেইজিংয়ে শান্তি আলোচনায় বসতে চলেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও রাজনৈতিক দল ফাতাহ। বৈঠকের মূল উদ্দেশ্য, নিজেদের মধ্যে বিভাজনের সমাপ্তি টানা।

সোমবার (১৫ জুলাই) ফাতাহের কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শাবরি সাইদাম এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের উদ্দেশ্য হলো, পূর্ববর্তী চুক্তি অনুযায়ী একটি প্রতিশ্রুতির মাধ্যমে বর্তমান বিভাজনের পরিসমাপ্তি ঘটানো। সেই সঙ্গে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে একটি সম্পর্ক তৈরিতে সম্মত হওয়া। ‌

সাইদাম আরো বলেন, হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ। অন্যদিকে ফাতাহের নেতৃত্বে থাকবেন দলটির ডেপুটি প্রধান মুহাম্মদ আল আলাউল।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img