মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

আল-কাসসাম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফ সুস্থ আছেন : হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজজুদ্দীন আল-কাসসাম ব্রিগেডের প্রধান মুহাম্মাদ দেইফকে শহীদ করা হয়েছে বলে ইসরাইল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান।

তিনি বলেন, ইসরাইলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মুহাম্মাদ দেইফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা বরং সামরিক শাখার প্রধান কমান্ডার সুস্থ আছেন।

তিনি আরও বলেন, হামাস বিশ্বাস করে ইসরাইল সেই দিন সংঘটিত গণহত্যার ন্যায্যতা দেওয়ার জন্য জুলাইয়ের ওই হামলা দেইফকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে। ওই হামলায় ৮৮ জন ফিলিস্তিনি শহীদ হয়।

১৯৯০-এর দশকে আল-কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হলেন মুহাম্মাদ দেইফ এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাহিনীর সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন তিনি।

গত ১ আগস্ট ইসরাইল দাবি করেছিল যে, গত মাসে বিমান হামলায় শীর্ষ এই ফিলিস্তিনি কমান্ডার শহীদ হয়েছেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ