সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর এক দশকে পদার্পণ উপলক্ষে রক্তবন্ধন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।
খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, মানবতার সেবা কেবল একটি কাজ নয়, এটি একটি ইবাদত। খিদমাহ ব্লাড ব্যাংক গত এক দশকে যে নিরলস মানবিক সেবা দিয়েছে, তা সিলেটবাসীসহ সারা দেশের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এই ‘রক্তবন্ধন’ শুধু রক্তদাতাদের মধ্যে নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা নুরুজ্জামান সাঈদ, সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, তাকওয়া চ্যারিটি ফাউণ্ডেশনের পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ ও সিয়ানাহ ট্রাস্টের পরিচালক মুফতী জিয়াউর রাহমান।
এতে আরও উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, খিদমাহর উপদেষ্টা মাওলানা লিসানুল হক শাহরুমী, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, আমানা ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ী প্রমূখ