কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে সিরিয়া। পাশাপাশি কুর্দি সম্প্রদায়ের জাতীয় অধিকারের স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা আল-জুলানী। ডিক্রিতে কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া হয়েছে।
ডিক্রিতে বলা হয়, কুর্দি নাগরিকরা ‘সিরিয়ার জনগণের একটি অবিচ্ছেদ্য অংশ’ এবং তাদের সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয় ‘সিরিয়ার ঐক্যবদ্ধ ও বৈচিত্র্যময় জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ’।
এতে আরো বলা হয়, সিরিয়া সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় সার্বভৌমত্বের কাঠামোর মধ্যে কুর্দি নাগরিকদের তাদের ঐতিহ্য, শিল্পকলা সংরক্ষণ এবং তাদের মাতৃভাষা বিকাশের অধিকার নিশ্চিত করে।
ডিক্রির আরেকটি ধারায় উল্লেখ করা হয়, কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং যেসব অঞ্চলে কুর্দিরা জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ বাস করে, সেইসব এলাকার সরকারি ও বেসরকারি স্কুলে এই ভাষা শেখানোর অনুমতি রয়েছে, ঐচ্ছিক পাঠ্যক্রমের অংশ হিসেবে অথবা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যকলাপ হিসেবে।
এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হবে এবং জারির তারিখ থেকে এটি কার্যকর হবে। কুর্দি ভাষা হলো মধ্যপ্রাচ্যের কুর্দি জনগণের প্রধান ভাষা। মূলত ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কে এই ভাষা প্রচলিত। প্রায় ৩ থেকে ৪ কোটি মানুষ এই ভাষা ব্যবহার করে থাকেন।
উল্লেখ্য, ১৯৬২ সালের বিতর্কিত আদমশুমারিতে কুর্দিদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল। এছাড়া ‘নওরোজকে’ সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা করেছে দামেস্ক।
নওরোজ হলো কুর্দিদের নতুন বছর ও বসন্তের উৎসব, যা পারস্য অঞ্চলে শুরু হলেও কুর্দিরা এটিকে তাদের সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালন করে। সাধারণত মার্চের ২০ বা ২১ তারিখে উদযাপিত হয়।











