প্রায় ৬০ হাজার অবৈধ অস্ত্র জব্দ করেছে ইরান।
এক বিবৃতেতে দেশটির পুলিশ জানায়, দক্ষিণ ইরানের বুশেহর শহরে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার হয় দুই সন্ত্রাসী। অস্ত্রগুলো রাজধানী তেহরানে পাঠানো হচ্ছিল। খবর প্রেস টিভির।
বিবৃতিতে বলা হয়, ইরানের গোয়েন্দা বাহিনী ‘একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্যদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যাদের মানুষ হত্যার দায়িত্ব দেয়া হয়েছিল। এই সন্ত্রাসী গোষ্ঠীটিকে প্রশিক্ষণ দিয়েছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই গ্রুপটি অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এতে আরো বলা হয়, সন্ত্রাসীরা চোরাকারবারীদের কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করে।
গত প্রায় ২০ দিন ধরে ইরানজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লাবের মাধ্যমে ক্ষমতায় আসা ইসলামি প্রজাতন্ত্র ৪৭ বছরে এত বড় মাত্রার বিক্ষোভ-আন্দোলন প্রত্যক্ষ করেনি।
ইরানি মুদ্রা রিয়ালের মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসম্বের থেকে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা সহিংস ওঠে।











