আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতে একজন কূটনীতিককে চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ৯ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সিদ্ধান্ত দুই পক্ষের আগেই নেওয়া উদ্যোগগুলোর ধারাবাহিক অংশ। এর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগের স্তর উন্নীত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে ভারত কাবুলে নিজেদের কারিগরি মিশনকে দূতাবাসের পর্যায়ে উন্নীত করে এবং এর প্রধানকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করেছিল।
জয়সওয়াল বলেন, “এই নীতির ধারাবাহিকতায় এখন আফগান পক্ষও তাদের একজন কূটনীতিককে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে পাঠিয়েছে, এবং তিনি ৯ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।”
তিনি আরও জানান, বাণিজ্য ও লজিস্টিকস খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। সম্প্রতি আফগানিস্তান থেকে ভারতে একাধিক মন্ত্রীপর্যায়ের সফরও হয়েছে। এসব আলোচনায় ওষুধ, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য সহজ করতে একটি ফ্রেইট করিডোর স্থাপনের প্রস্তাবও ছিল।
আফগান কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা নূর আহমদ নূর নয়াদিল্লিতে পৌঁছে আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। এই নিয়োগ ২০২৫ সালের অক্টোবর মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি এর নয়াদিল্লি সফরের সময় দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার ফল। ওই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
উভয় দেশের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই নিয়োগ আফগানিস্তানের বর্তমান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া নয়। বরং এটি চলমান সংলাপ এবং বাস্তবভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিফলন।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ভারত ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। একই সঙ্গে বাণিজ্য ও আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও স্পষ্ট হয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ











