বুধবার, মার্চ ১২, ২০২৫

ফিলিস্তিনি এক শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিল ইসরাইলি আদালত

ইসরাইলি সেনার ওপর কথিত অভিযোগে মোহাম্মাদ বাসেল জালবানির নামের ১৫ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আদালত।

ফিলিস্তিনি বন্দিদের সমর্থক গ্রুপ প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

গ্রুপটি জানায়, কারাদণ্ডের পাশাপাশি ওই ফিলিস্তিনি শিশুকে তিন লাখ শেকেল (৮৩,৩৩৩ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

তার বিরুদ্ধে আনা কথিত অভিযোগ হলো, মোহাম্মাদ বাসেল জালবানি জর্দান নদীর পশ্চিম তীরের শুফাত শরণার্থী শিবিরের অধিবাসী। তিনি ২০২৩ সালে ওই শরণার্থী শিবিরের একটি চেকপয়েন্টে একজন ইসরাইলি সেনাকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

পরে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি শুফাত ক্যাম্পের ভেতরে একটি বাস থেকে তাকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। তার বিরুদ্ধে নিহত ইসরাইলি সেনাকে ছুরিকাঘাত করার অভিযোগ আনা হয়; যে ছুরিকাঘাতে ওই সেনার মৃত্যু হয়।

ইসরাইলি বাহিনী ওই ঘটনার পরপরই জালবানিদের বসতবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আদালতে মামলার শুনানি চলাকালে নিহত ইসরাইলি সেনার এক ভাই কয়েকবার জালবানির ওপর হামলা চালায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img