সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়: মোদি

বাংলাদেশ সফর করতে পারা সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক টুইট বর্তায় তিনি এ মন্তব্য করেন।

মোদি লিখেন, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে আসবেন মোদি। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img