শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

৬০০ মাদরাসা বন্ধ করেছি, বাকিগুলোও বন্ধ করে দেব : আসামের মুখ্যমন্ত্রী

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমরা মাদরাসা চাই না, তাই আমি তাদের মধ্যে ৬০০টি বন্ধ করে দিয়েছি এবং বাকি সবগুলো বন্ধ করার পরিকল্পনা করেছি। আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় চাই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বাংলাদেশের লোকেরা আসামে ভ্রমণ করে এবং আমাদের সংস্কৃতি ও সমাজকে বিপন্ন করে।

সংবাদমাধ্যম জি নিউজ বলছে, রাজ্যের সব মাদরাসা বন্ধ করে দিয়ে সেগুলোকে নিয়মিত স্কুলে পরিণত করার বিষয়ে আসাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা গুয়াহাটি হাইকোর্ট বহাল রেখেছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে আসামের একাধিক মাদরাসা সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্টও এতে বাধা দেয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ