ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের হেরাত প্রদেশে পর্যটন সেবার উন্নতির পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও বেড়েছে। গত বছরের তুলনায় প্রদেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পর্যটক বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ, নিরাপত্তা প্রদান, পর্যটকদের জন্য দিকনির্দেশনা এবং ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখার কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ এ তথ্য প্রকাশ করেছে।
হেরাতে আফগান ট্যুরের প্রধান ওয়াকিল আহমাদ জাহিদমাল জানিয়েছেন, যেমন এখানের হোটেলগুলোর নাম আন্তর্জাতিক, তেমনি তারা তাদের অতিথিদের জন্য আন্তর্জাতিক সেবা প্রদান করে। শয়নকক্ষ, বসার জায়গা এবং খাবারের মতো সব ক্ষেত্রেই পর্যটকদের জন্য মানসম্পন্ন সেবা প্রদান করা হয়।
হেরাতের একজন হোটেল ম্যানেজার ওয়াহিদ আহমাদ আফজালি বলেন, বিদেশি পর্যটকদের আসা উচিত এবং দেখা উচিত যে, আফগানিস্তানে এমন বিলাসবহুল হোটেল নির্মিত হয়েছে এবং আমাদের রয়েছে উষ্ণ হৃদয়ের, অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ মানুষ। আমি আশা করি ভবিষ্যতে আরও বিলাসবহুল ভবন নির্মাণ করা হবে, যাতে আরও বেশি পর্যটক আকৃষ্ট হয়।
হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, গত তিন বছরে প্রদেশে পর্যটন শিল্পের বিকাশের জন্য বহু সুবিধা প্রদান করা হয়েছে। এই বিভাগের কর্মকর্তারা বলেন, গত এক বছরে হেরাতে বিদেশি পর্যটকের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হামিদুল্লাহ ঘিয়াসি বলেন, সমগ্র দেশে নিরাপত্তা বজায় রয়েছে ও পর্যটকদের জন্য সেবা ও সুবিধার মানও উন্নত হয়েছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল।
উল্লেখ্য, শত শত ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান নিয়ে হেরাত বহু বিদেশি পর্যটকের জন্য একটি প্রধান গন্তব্য। স্থানীয় কর্মকর্তারা বলেন, নিরাপত্তা ও সুবিধার উন্নতির সঙ্গে সঙ্গে হেরাতে পর্যটকের সংখ্যা বাড়ছে।
সূত্র: তোলো নিউজ