শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিপ্লবের শুরু থেকে চূড়ান্ত বিজয় পর্যন্ত পাশে থাকার জন্য এরদোগানকে ধন্যবাদ জানালো সিরিয়া

বিপ্লবের শুরু থেকে চুড়ান্ত বিজয় পর্যন্ত সিরিয়ার জনগণের পাশে থাকার জন্য তুরস্কের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা ও সরকারকে ধন্যবাদ জানিয়েছে দামেস্ক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বলাতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরিয়ার নদী ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষের প্রধান কুতাইবা বাদাওয়ি।

একই সঙ্গে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ার পাশে থাকার জন্য আঙ্কারার প্রশংসা করেন তিনি।

বাদাওয়ি বলেন, আসাদ সরকারের পতনের পর তুরস্ক তাদের সকল মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করেছেন। তার উদ্দেশ্য সিরিয়ার নতুন সরকারকে সকল ধরনের সাহায্য ও সহযোগিতা করা।

এই বৈঠকে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিষয়ে উচ্চপর্যায়ের সমন্বয়, বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি, শুল্ক আলোচনা ও সিরিয়ার মুক্ত অঞ্চলে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বলাত বলেন, তুর্কি প্রতিনিধি দলের এই সফরে তুরস্কের ব্যবসায়ী,বাণিজ্য ও শিল্প চেম্বারগুলোর প্রধানসহ রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক ও সিরিয়াকে কিভাবে আরো বেশি সহযোগীতা করা যায় সে বিষয় আলোচনা হয়েছে।

বৈঠকে, তুর্কি ও সিরিয়ার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সকল পরিস্থিতিতে দামেস্কের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

সূত্র: সানা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img