শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বরিশাল সিটি নির্বাচনের ফল বাতিল চেয়ে মুফতী ফয়জুল করীমের মামলা

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ঘোষিত ফলাফল জালিয়াতিপূর্ণ উল্লেখ করে তা বাতিল করে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী ফয়জুল করীমকে (হাতপাখা প্রতীক) বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচনের ফলাফল বাতিল এবং প্রকৃত বিজয়ীর স্বীকৃতির দাবিতে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা করেন মুফতী ফয়জুল করীম।

মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনের দিন পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করা হয়। হামলা-মামলার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা হয়। হাতপাখার প্রার্থীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয় এবং বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। সারাদিন আতঙ্ক সৃষ্টি করে ভোট ডাকাতি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব আবুল খায়ের আব্দুল্লাহকে জালিয়াতির মাধ্যমে ৮৭,৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়, যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ৩৩,৮২৮ ভোট দেখানো হয়। অথচ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন বলে দাবি করা হয়।

এই নির্বাচনী অনিয়ম ও জনতার ভোটাধিকার হরণের প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ বিধির আওতায় ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img