শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ আইন উপমহাদেশের শান্তির জন্য হুমকি: খেলাফত মজলিস

ভারতের লোকসভায় পাস হওয়া মুসলিমবিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল উপমহাদেশের শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা।

নেতারা বলেন, মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি সরকার মুসলমানদের সম্পদ লুট, মসজিদ ও মাদ্রাসা ধ্বংসের হীন উদ্দেশ্যে ওয়াকফ আইন সংশোধনী করেছে। ইতিমধ্যেই মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমন ও আঘাত শুরু হয়েছে। এ সংশোধনীর ফলে মুসলমানদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এ বিল শুধু ভারতেই নয় পুরো উপমহাদেশের শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন বন্ধ ও মুসলমানদের সম্পত্তি দখলের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। ভারতীয় সংসদে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক। এর ফলে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। আমরা সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।

খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, মুফতী আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, এডভোকেট রফিকুল ইসলাম, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img