ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের নাম সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাতিল করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রুশ সুপ্রিম কোর্ট এক রায়ে এমন সিদ্ধান্তের ঘোষণা দেয়।
রাশিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ওলেগ নেফেদভ এক রায়ে বলেছেন, সন্ত্রাসবাদী হিসাবে স্বীকৃত সংস্থাগুলোর রুশ ফেডারেল তালিকায় অন্তর্ভুক্ত তালেবানের কার্যক্রমের ওপর অতীতের আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে আইনি কাঠামোতে কার্যকর হবে।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রসিকিউটর জেনারেল তালেবান শীর্ষ কর্মকর্তাদের মস্কোতে একাধিক সফরের পর গত মাসে এই গোষ্ঠীটির সন্ত্রাসবাদী তকমা বাতিল করতে আদালতকে পরামর্শ দিয়েছিলেন।
সন্ত্রাসী তকমা বাতিল করলেও তালেবানের সরকারকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতির বৈধতা দিচ্ছে না রাশিয়ার এই সিদ্ধান্ত। তবে দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের বিভিন্ন ফোরামে আফগানিস্তানের ইমারাত সরকারের সাথে বৈঠকে রুশ কর্মকর্তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি এড়াতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান সরকার। তখন থেকেই তালেবান প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় রাশিয়া। একই সঙ্গে তালেবানকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মিত্র হিসেবে দেখে আসছে মস্কো।
সূত্র: এএফপি।