চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্নমহাসচিব মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারী বলেছেন, ইসলামবিরোধী অপসংস্কৃতির প্রসার অবিলম্বে বন্ধ করতে হবে। দেশের ধর্মপ্রাণ জনগণের ধৈর্য পরীক্ষা নেবেন না।
শুক্রবার (১৭ মে) চট্টগ্রাম জামিয়া পটিয়া মাদরাসার কেন্দ্রীয় মসজিদে জুমা পূর্বক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমাদের নীরবতাকে দুর্বলতা ভাববেন না। আমরা চাইলে এক মিনিটেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশকে অচল করে দিতে পারি। অহেতুক আমাদের সঙ্গে সংঘাতে যাবেন না।
তিনি বলেন, নারী কমিশনের নামে কুরআন-সুন্নাহের পরিপন্থী দাবি তোলা হচ্ছে। প্রশ্ন জাগে—৯০ শতাংশ মুসলমানের দেশে এমন সাহস তারা কোথা থেকে পায়?
তিনি মুসলিম প্রধান দেশে কুরআন-সুন্নাহবিরোধী যে কোন কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে আহবান জানান।