শনিবার, মে ১৭, ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্ট জুলানীকে হত্যার নকশা একেঁছিল আমেরিকা

spot_imgspot_img

সিরিয়ার বিপ্লবী নেতা ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমদ শা’রা আল জুলানীকে হত্যার পরিকল্পনা করেছিল আমেরিকা। এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আমেরিকার এক আইনপ্রণেতা জিন শাহিন।

সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন এ তথ্য তুলে ধরেন।

জিন শাহিন বলেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মির্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তেও শা’রাকে হত্যার ছক কষছিল মার্কিন প্রশাসন। শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপে সিদ্ধান্ত থেকে সরে আসে আমেরিকা।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই কথাটি কানে আসছিল। ট্রাম্প প্রশাসনের অনেকেই বৈঠকের আগে সিরিয়ার সরকারপ্রধান আহমেদ আল শা’রাকে হত্যার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করার চেষ্টা করেছিল।

এদিকে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, শা’রাকে হত্যার ব্যাপারটি জানতে পারেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তড়িঘড়ি করে ট্রাম্পকে বেপরোয়া এই পথে পা না বাড়ানোর পরামর্শ দেন তিনি।

জর্ডানের রাজার কাছ থেকেই এই তথ্য জানতে পেরেছেন বলে জানিয়ে জিন শাহিন বলেন, জর্ডানের রাজা আবদুল্লাহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছিলেন। তাঁর মতে, সিরিয়ার নেতৃত্বে আকস্মিক এমন পরিবর্তন আনলে তা সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নেবে। এইজন্যই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img