বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা আব্দুল হামিদ গওহারীকে সভাপতি ও মাওলানা আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মহিউদ্দিন রব্বানী।
বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) কাউন্সিল অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি মুফতী ফয়জুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা তানভীরুল ইসলাম মহসিনসহ ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।