তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর তত্ত্বাবধানে ৮ম আঞ্চলিক বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে রাজধানীর মেরাজ নগরে এ পুরষ্কার বিতরণী আয়োজন অনুষ্ঠিত হয়।
তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ এর সভাপতি সভাপতি মাওলানা রশিদ আহমাদে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া নূরীয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আজীমুদ্দীন।
তানযিমভুক্ত প্রায় ৩৮টি প্রতিষ্ঠানের ৫০০ জনের অধিক শিক্ষার্থী ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ৮ম আঞ্চলিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ ১৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর সেক্রেটারি মুফতী শফীক সাদী জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুফতী হাফিজ আহমদ আমিনী এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী আনোয়ার হামিদী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শোয়াইব, মুফতী আবদুল হান্নান, মাওলানা বেলাল হোসেন ফারুকী, মাওলানা আহমদ শফী ফুয়াদ প্রমূখ।