রবিবার, মে ১৮, ২০২৫

৫ আগস্টের পর রাজনৈতিক দুর্বৃত্তরা নতুন করে দেশে চাঁদাবাজি করছে : নুরুল হক

spot_imgspot_img

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা। জটিল রোগে সবাইকে ঢাকা মেডিকেল বা পিজিতে ছুটতে হয়। ৫ আগস্টের পর রাজনৈতিক দুর্বৃত্তরা নতুন করে দেশের হাটবাজার, সড়ক-পরিবহনে চাঁদাবাজি করছে। এসব চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনই সবাই মিলে রুখে দাঁড়াতে হবে।

শনিবার (১৭ মে) বিকেলে রায়েরবাগ বাসস্ট্যান্ডে কদমতলী থানা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে মানুষ মানবেতর চিকিৎসা নেয়, সিট পায় না। অথচ সরকার ১০ বিভাগে ১০ হাজার কোটি টাকা ব্যয় করে ১০টা আধুনিক হাসপাতাল করলে দেশের মানুষ মানসম্মত চিকিৎসা পেত। রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-আমলারা চিকিৎসা নিতে বিদেশ যায় আর দেশের মানুষ ধুঁকে ধুঁকে বিনা চিকিৎসা-অপচিকিৎসায় মরে। জেলাপর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই মানসম্মত শিক্ষক। এসব বৈষম্যের অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এভাবে চলতে পারে না। আপনারা চাঁদাবাজদের কোনো সুযোগ দেবেন না। ৯ মাসে সরকারের কিছু কর্মকাণ্ডে আমরা সরকারের প্রতি আস্থা হারাচ্ছি।

নুর বলেন, বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, করিডোরের নামে বিদেশি ঘাঁটি বানাতে খাল কেটে কুমির আনা হচ্ছে। আমরা সরকারকে করিডোর প্রদান ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে একটি বিশেষ দলের লোকদের মেয়র-কাউন্সিলর পদে বসানোর পাঁয়তারা চলছে। আমরা এসব মেনে নেব না।

কদমতলী থানা গণঅধিকার পরিষদের আহ্বায়ক বশির গাজীর সভাপতিত্বে, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, মুখপাত্র ফারুক হাসান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রনক, মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুবনেতা জাহাঙ্গীর হিরণ, ছাত্রনেতা অর্নব হোসাইন প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img