শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

ব্রাজিলে ঈদের খুতবায় কুরবানির শিক্ষা অংশে গাজ্জাবাসীর উদাহরণ টেনে আনলেন খতিব

ব্রাজিলে ঈদুল আযহার খুতবায় কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করার সময় গাজ্জাবাসীর কুরবান বা ত্যাগের উদাহরণ দিলেন এক মসজিদের খতিব।

রবিবার (১৭ জুন) ব্রাজিলের এক মসজিদের ঈদের খুতবার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে খতিব সাহেবকে মিম্বারে দাঁড়িয়ে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে ঈদের খুতবা দিতে দেখা যায়। এসময় তিনি বলছিলেন,গাজ্জাবাসীর কুরবানি বা ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক তাদের পথ আরো প্রশস্ত করে দিন। হে আমার ভাইয়েরা! তারা শুধু আমাদের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য এগিয়ে এসেছে। তাদের পুরুষেরা, যুবকেরা, নারীরা এমনকি শিশুরাও আপনাদের জন্য কুরবানি (ত্যাগ) ও উৎসর্গের অনুপম শিক্ষা নিয়ে হাজির হয়েছে। পুরো পৃথিবী তাদের আত্মমর্যাদাকর কুরবানি ও চরম ধৈর্য সম্পর্কে অবগত।

হে আমার ভাইয়েরা! তাদের কুরবানিতে রয়েছে, আল্লাহর পথে কুরবানির, পৃথিবীতে টিকে থাকার ও মর্যাদাময় সংগ্রামের শিক্ষা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ