শনিবার, মে ২৪, ২০২৫

কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করল জার্মানি

spot_imgspot_img

সম্প্রতি জার্মানির হ্যামবার্গে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করা দুজন মুসলিম নারীকে হিজাব পড়ার ‘অপরাধে’ চাকরিচ্যুত করা হয়। পরে এর প্রতিকার পেতে তারা আদালতে গেলে প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেয় জার্মানির আদালত।

আদালত বলছে, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইনবিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এ আদেশ দেয় আদালত।

আদালতের ওই আদেশে বলা হয়, রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। এ ক্ষেত্রে নিয়োগদানকারী প্রতিষ্ঠান চাইলে ওই কর্মীকে ছাটাই করতে পাড়বে।

২০১৭ সালেও লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় আদালত এক আদেশে বলে, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পড়া যাবে না। পরে ইউরোপের বিভিন্ন দেশে ওই রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছিলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img