শনিবার | ১২ জুলাই | ২০২৫

তালেবানের ‘বিজয়কে’ স্বাগত জানালেন ওমানের গ্র্যান্ড মুফতী

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছর পর কাবুল বিজয়ের মাধ্যমে পুরো আফগান পুনরুদ্ধারকে ‘স্পষ্ট বিজয়’ হিসেবে অভিহিত করে তালেবানকে স্বাগত জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতী আহমাদ বিন হামাদ আল খালিলি।

সোমবার (১৬ আগস্ট) টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এই স্বাগত জানান।

ওমানের গ্র্যান্ড মুফতী খালিলি বলেন, আমরা আফগানিস্তানের মুসলিম ভাইদের এই জয়ে স্বাগত জানাই। বিশেষ করে কাবুল তালেবানের পুনরুদ্ধারে অভিনন্দন। আমাদের তথা গোটা মুসলিম উম্মাহকে স্বাগত জানাই কারণ আফগানিস্তানে মহান স্রষ্টা আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হয়েছে।

এদিকে গত রোববার রাতে আফগানিস্তানের কেন্দ্রীয় রাজধানী কাবুল বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।

কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন বলেছেন, যারা শত্রুদের সহযোগিতা করেছেন, তাদের জন্যও ইসলামিক আমিরাত আফগানিস্তানের দরজা খোলা।

তিনি বলেন, আমরা আগেও ক্ষমা করে দিয়েছি এবং আবারও বলছি, আসুন সবাই মিলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img