বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন আবেদন শুনানি

spot_imgspot_img

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে ২২ আগস্ট থেকে আসামির আগাম জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মাদ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img