বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

শুক্রবার (১৬ আগস্ট) কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে তোলা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে।

হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও একই মামলায় দশ দিন করে রিমান্ডে রয়েছেন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মহাপরিচালক হিসেবে কাজ করেছেন জিয়াউল আহসান।

সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক পদ থেকে চাকরিচ্যুত করা হয় মেজর জেনারেল পদমর্যাদায় থাকা এই কর্মকর্তাকে। এই সংস্থাটি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে নজরদারির কাজ করে থাকে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img