শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় হামলা চালিয়ে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; অনাহারে শিশুসহ ১১ জনের মৃত্যু

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। যাদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। একই দিনে অনাহার ও অপুষ্টিতে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আটটি মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ